Admission Circular

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ বিজ্ঞপ্তি, যোগ্যতা, মানবন্টন, আসন সংখ্যা [দেখুন]

ইতোমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি তথ্য অনুসারে প্রাথমিক আবেদন 25 মে থেকে 9 জুন পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 মে থেকে 27 মে তারিখ পর্যন্ত।

প্রতিটি ইউনিটের সর্বোচ্চ 72 হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি ইউনিটের পরীক্ষা চারটি শিফটে অনুষ্ঠিত হবে। যারা চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তাদের ১১০০ টাকা ফি নির্ধারিত ইউনিটের জমা দিতে হবে।

100 নম্বরের ভর্তি পরীক্ষার সময় সীমা হবে এক ঘন্টা। যেখানে প্রশ্ন থাকবে ৮০ টি। বহুনির্বাচনী প্রশ্নের মান হবে 1.25। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য www.ru.ac.bd admission অ্যাডমিশন ওয়েবসাইট এ পেয়ে যাবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদনের জন্য শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3. 50 সহ মোট জিপিএ 8.00 পেতে হবে। জিসিই জিরো লেভেল পরীক্ষার পাঁচটি বিষয়ে

এবং এ লেভেল এর পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে Bগ্রেড ও তিনটি বিষয় কমপক্ষে C গ্রেড প্রাপ্ত হতে হবে।

বাংলাদেশের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সংক্ষিপ্ত ভাবে অনেকে রাবি বল।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন।

এটি দেশের একমাত্র সয়ংসম্পূর্ণ ডিজিটাল ক্যাম্পাস। 1953 সালের 6 জুলাই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে 25 মে থেকে 9 জুন 2024 তারিখ পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আমাদের পোস্টে ভর্তি সংক্রান্ত সকল তথ্য সহজে পেয়ে যাবেন। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তেথ্যর পাশাপাশি পরীক্ষার সময়সূচি আবেদনের

নিয়ম কানুন সহ প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় এ বি ও সি ইউনিট কোটা ছাড়া

বিশ্ববিদ্যালয়ের 59 টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে 4191 টি আসনে অংশ নেয়ার কথা 1 লাখ 27 হাজার 647 জন শিক্ষার্থী।প্রতি আসনের জন্য লড়াই করছে শতাধিক শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে 25, 2, 27 জুলাই এখন পর্যন্ত তিনটি ইউনিট এর সর্বমোট 41 হাজার 741 টি আবেদন জমা পড়েছে। এরমধ্যে এ  ইউনিটে আবেদন জমা পড়েছে  13 হাজার 518 টি,

বি ইউনিটে 12 হাজার 67 এবং সি ইউনিটের 16 হাজার 156 টি। ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে 9 জুন রাত বারোটা পর্যন্ত। প্রথমে admission.ru.ac.bd ওয়েব সাইটে প্রবেশ করে

stant preliminary Application বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার রোল শিক্ষাবর্ষ ওপাশের বছর প্রদান করতে হবে।

একই সাথে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর captcha যথাস্থানে ইনপুট দিতে হবে। সকল তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর মোবাইল নম্বর প্রদানে পেজ পাওয়া যাবে।

কোন আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষাবর্ষ কর্তৃক প্রদত্ত ডেটাবেজের না পাওয়া গেলে কমপ্লেন বক্স এর মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগ প্রদান করতে পারবে। প্রদানকৃত তথ্য পর্যবেক্ষণ করে তারা মোবাইল ফোনে যোগাযোগ করবেন।

স্লিপে প্রদত্ত বিল নাম্বার ব্যবহার করে রকেটের মাধ্যমে প্রাথমিক আবেদন ফি চার্জসহ 55 টাকা প্রদান করার মাধ্যমে প্রাথমিক আবেদন নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ফি প্রদান ব্যতীত আবেদন সম্পন্ন হবে না।

Check Live Result

Check Live Result is a popular website related to education in Bangladesh. From this website, you can find all the updated information about education. Our website publishes exam result, routine, admission notification and result. We also provide all updated information regarding school, college and university admission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button