শবে কদর এর বিশেষ আমল সমুহ এখানে দেখুন
রমজান মাস মুসলমানদের জন্য রহমতের মাস। এ মাসে প্রতিটি উত্তম কাজের জন্য দশগুণ বেশি পাওয়া যায়। রমজান মাসের এমন একটি রাত হয়েছে যে রাতের বরকত এবং ফজিলত সম্পর্কে হাদিসে বারবার বলা হয়েছে।
সে রাত হলো কদরের রাত। কুরআন মাজিদে অসংখ্যবার কদরের রাত তালাশ করার কথা বলা হয়েছে। রমজান মাসের বিজোড় সংখ্যক রাতের যেকোনো একটি রাত হল কদরের রাত। আজকের পোস্ট শবে কদরের আমল,
শবে কদরের ফজিলত এবং শবে কদর নামাজের নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। আপনাদের মধ্যে যারা শবে কদরের রাত সম্পর্কে আরো জ্ঞান লাভ করতে চান তারা আমাদের পোস্ট করলে শবে কদর সম্পর্কে অনেক ধারণা পাবেন।
সুতরাং পোস্টটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। শবে কদরের রাত হলো মহিমান্বিত রাত। এই রাত হাজার রাত থেকেও উত্তম একটি রাত। শবে কদরের রাতে অনেক আমল রয়েছে।
মুসলমানগন রমজান মাসের বেজোড় সংখক রাতগুলোতে বিশেষ বিশেষ আমল করে থাকে। শবে কদর রাতে কুরআন মাজীদ নাযিল হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে মুসলমানগন সারারাত নফল ইবাদত করে থাকে।
কুরআন তিলাওয়াত করে থাকে। রমজান মাসের অন্যান্য রাত অপেক্ষা এই রাতে অধিক নেকি পাওয়া যায়। এই রাতে নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুস তাসবিহ, উমরী কাজা নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সাদকা,
জিকির-আজকার, তাসবিহ-তাহলিল, তওবা ইস্তেগফার করার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি। আশা করি আপনারা এই পোস্টের মাধ্যমে শবে কদরের আমল সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন।
দেখুনঃ শবে কদর নামাজের নিয়ম ২০২২
শবে কদর রাতের ফজিলত অনেক বেশি। এই রাতের যত বেশি নফল ইবাদত করা যায় তত বেশি সওয়াব লাভ করা যায়। হাজার হাজার রাত অপেক্ষা উত্তম রাত শবে কদরের রাত। শবে কদরের রাত কবে তা নির্দিষ্ট করে কোন হাদিসে বলা হয়নি।
তবে বেজোড় রাতগুলোতে শবে কদরের রাত তালাশ করার কথা বলা হয়েছে। শবে কদরের রাতে আল্লাহতালা বান্দার অনেক কাছাকাছি এসে পরে। এই রাতে বান্দা আল্লাহর নিকট যা চায় তাই পায়।
আমাদের প্রত্যেকের উচিত শবে কদরের রাতের ফজিলত সম্পর্কে জ্ঞানলাভ করা এবং সে অনুসারে আমল করা। আপনাদের মধ্যে অনেকেই শবে কদরের রাতের ফজিলত সম্পর্কে জানতেন না। আশা করি আজকের পোস্টটি
পড়ে শবে কদরের রাতের ফজিলত সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন। প্রত্যেকে নামাজের নির্দিষ্ট নিয়ত রয়েছে। নিয়ত যেকোনোভাবেই করা যায়। অনেকে শবে কদর নামাজের নিয়ত জানেনা। তাই আজকের পোস্টে শবে কদর নামাজের নিয়ত দেওয়া হয়েছে।
শবে কদর নামাজের নিয়ত আরবি উচ্চারণ – নাওয়াইতুয়ান উসা লিল্লাহি তা’আলা রাক’আতাই সালাতিল লাইলাতুল কদরি নফলে মুতাওয়াজ্জিয়ান ইলাজিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
শবে কদর নামাজের নিয়ত বাংলা উচ্চারণ – আমি কেবলামুখী হয়ে আল্লাহর নামে দুই রাকাত শবে কদর নফল নামাজ আদায় করার জন্য দাঁড়ালাম আল্লাহু আকবার।
আপনাদের মধ্যে যারা শবে কদর নামাজের নিয়ত জানতেন না আশা করি তাদের নিয়ত নিয়ে আর কোন সমস্যায় পড়তে হবে না। সুতরাং আমি বলতে পারি আজকের পোস্টটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।