মেয়েদের সুন্দর নাম [ইসলামিক ও আধুনিক অর্থসহ]
শিশুর নাম রাখার অধিকারী হলেন প্রথমে পিতা-মাতা, দাদা-দাদী নানা-নানি, ভাই বোন, এবং আত্মীয়-স্বজন। নাম যেন অর্থবহ হয় তা খেয়াল রাখতে হবে। এজন্য কোন বিজ্ঞ আলেমের সহযোগিতা নেওয়া যেতে পারে,
আবার কখনো কোন মুরুব্বি বা বুজুর্গ ব্যক্তির মাধ্যমে নামকরণ করা যেতে পারে। এ সকল কথা মাথায় রেখে আজকে আমরা যে পোস্টটি লিখেছি তা হল মেয়ে সন্তানদের সুন্দর নাম। এই পোস্টটি থেকে আপনি আপনার মেয়ের সুন্দর একটি নাম বেছে নিতে পারবেন।
সন্তান ভূমিষ্ঠ হবার আগে থেকেই সন্তানের নাম নিয়ে চিন্তাভাবনা শুরু করেন প্রত্যেক মা-বাবা। এখন সকলে নিজের সন্তানের জন্য অভিনব নাম রেখে থাকেন। অনেকেই নিজের ছেলে বা মেয়ের নাম রাখার জন্য নেটে বিস্তারিত ঘাটাঘাটি করে থাকে।
নিজের সুন্দর ফুটফুটে মেয়ের নাম রাখার জন্য তৎপর থাকেন প্রত্যেক বাবা-মাই। আপনি যদি আপনার নবজাতক কন্যার সন্তানের নাম খুঁজছেন তাহলে আপনার মুশকিল আসান হতে পারে এখানে।
এ পোস্টটিতে মেয়েদের কিছু অভিনব ও সুন্দর নাম উল্লেখ করা হয়েছে যা আপনার সন্তানের নাম রাখতে উপযোগী হতে পারে। নিচে মেয়েদের কিছু সুন্দর নাম নিয়ে আলোচনা করা হলো-
আদ্যা- প্রথম শক্তি
অহনা -অন্তরের আলো
আলিয়া -অসাধারণ
অদিতি- সৃজনশীলতা, নিরাপত্তা, প্রাচুর্য
এঞ্জেল- পরী
বৃন্দা -তুলসী
চামেলি- সুগন্ধি ফুলের লতানো গাছ
দিয়া -প্রদীপ
ইশানা- ইচ্ছা, আকাঙ্ক্ষা।
মুসলিম ঘরের সন্তানদের জন্য ইসলামিক অর্থাৎ কুরআন ও সুন্নাহের আলোকে নাম রাখা অবশ্যকীয়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) শিশু জন্মের পর সুন্দর ইসলামিক নাম অর্থসহ দেওয়ার কথা বলেছেন।
শিশু জন্মগ্রহণ করার সপ্তম দিনে শিশুর সুন্দর ইসলামিক নাম খোঁজ করে রাখা উচিত এবং এই বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম নির্দেশ দিয়ে গেছেন।
মেয়ে শিশুর সুন্দর নাম দেওয়ার জন্য আধুনিক ইসলামিক নাম ও বিভিন্ন অক্ষর দিয়ে অনুসন্ধান করে থাকেন অনেকেই। নিচে মেয়েদের কিছু ইসলামিক নাম অর্থসহকারে দেওয়া হলো-
সামিয়া- দানশীল
সুফিয়া- অত্যাধিক সাধনাকারী
সাইদাতুন নিসা -নারী প্রধান
জান্নাতুন -সফল ব্যক্তি
যাবিয়া -হরিণ
জামিমা- এক ধরনের লতার মত
আফিফা -সার্ধবী
আসিয়া -শান্তি
জামিলা- সুন্দর
খুরশিদা -সূর্য
আমিনা -বিশ্বাসী
নাজনীন -কোমল দেহি
ওয়াসিমা -সুন্দরী
হুমায়রা -রূপসী
রাহমুনা -পথপ্রদর্শক।
মেয়েদের সুন্দর নাম হিন্দু
সন্তান-সন্ততির জন্ম লাভ করার পরে আমাদের মাথায় প্রথম যে চিন্তা আসে সেটি হল শিশুটির নাম কি রাখবো। তখন আমাদের মনে বিভিন্ন নামের আনাগোনা হয়। হিন্দু ধর্মে মেয়েদেরকে লক্ষ্মী মানা হয় এবং বিশেষ মর্যাদা দেওয়া হয় মেয়েদেরকে।
See: মেয়েদের সুন্দর নাম
তাই লক্ষ্মী পরায়ণ মেয়েদের জন্য একটি সুন্দর এবং অর্থবহ নাম রাখতে চায় প্রত্যেক মা বাবাই। এ সকল কথা মাথায় রেখে আধুনিক, অর্থবহ ও সুন্দর কিছু নামের তালিকা নিচে দেওয়া হল-
অর্পিতা -যা সমর্পণ করা হয়েছে অপরাজিতা- যাকে পরাজিত করা যায় না
অপর্ণা -দেবীর পরবর্তী নাম
ইন্দ্রিনা -গভীর
ইন্দুজা- চাঁদের জন্ম
ঈভাকা- ধরিত্রী রক্ষাকারীণী
ঈমিনা -সৎ, সম্ভ্রান্ত মহিলা
ঊষা -সকাল বা ভোর
উশুকা -কিছু জানার ইচ্ছা আছে যার
ঋতুপতি -বসন্তকাল
ঐশী -ঐশ্বরিক ক্ষমতা সম্পন্না
এশা- যাকে কামনা করা হয়।