ফুলের নামের তালিকা [দেশীয় ও বিদেশি ফুলের নাম]
আপনার জীবনের যেকোন মুহূর্তেই ফুল লাগবে আর ফুলের প্রয়োজন হওয়াটাই স্বাভাবিক। ছোট বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের মানুষের ফুলের প্রতি ভালোবাসা আছে আর থাকবেও চিরকাল।
তাই আজকের পোস্টটি করা হয়েছে- ফুলের নাম, সুগন্ধি ফুলের নামের তালিকা, গন্ধহীন ফুলের নাম, দেশীয় ফুলের নাম এ সকল বিষয় নিয়ে। সৌন্দর্যের আরেক নাম ফুল। ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে।
অধিকাংশ মানুষই ফুল পছন্দ করে ফুলের সৌন্দর্য এবং সুবাসের জন্য। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে প্রত্যেকটি ফুল তার আলাদা গন্ধবর্ণ এবং রূপের জন্য পরিচিত। পৃথিবীতে অনেক ধরনের ফুল রয়েছে যেমন
-শাপলা, গোলাপ, রজনীগন্ধা, সূর্যমুখী, কলাবতী, চামেলী, জুই আরো নানা ধরনের ফুল। কারো পছন্দ গোলাপ কেউবা পছন্দ করে শাপলা এভাবে পছন্দ একজনের এক এক রকম। ফুলের নিজস্ব শুভ্রাণ রয়েছে যা মানুষের মনকে মুগ্ধ করে।
ফুল হচ্ছে পৃথিবীর একটি অপরূপ সুন্দর দান। এই সৌন্দর্য খুবই সহজলভ্য এবং খুঁজলে খুব সহজে পাওয়া যায়। ফুল তার আপন সৌন্দর্য প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়ে একসময় বিলীন হয়ে যায়।
আমাদের বাংলাদেশের যেমন সুগন্ধি ফুল ফোটে থাকে তেমনি ভাবে অনেক ফুল রয়েছে যেগুলো গন্ধহীন। আপাতদৃষ্টিতে দেখতে ভালো লাগলেও সে সকল ফুলের গন্ধ নেই বলে তাদেরকে গন্ধহীন ফুল বলে বিবেচনা করা হয়।
আমাদের বাংলাদেশের ঋতু এবং বাংলাদেশের পরিবেশ অনুযায়ী এখানে সুগন্ধি ফুলের সংখ্যা কম এর পরিবর্তে গন্ধহীন ফুলের সংখ্যা অনেক বেশি। খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে যেগুলোর গন্ধ নেই
এবং এক্ষেত্রে গন্ধ না থাকলে হয়তো আমরা অনেক সময় তাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে থাকি। বাংলাদেশে পাওয়া যায় এমন কয়েকটি গন্ধহীন ফুলের নাম নিচে দেওয়া হল- জবা, অপরাজিতা, অতসী, কদম, শাপলা, ডালিয়া ইত্যাদি।
হাজার হাজার বছর ধরেই ফুলকে সৌন্দর্যের প্রতীক ও আধ্যাত্মিক বস্তু হিসেবে ধরা হয়। সনাতন ধর্মের দেব দেবীদের ফুলের মাধ্যমে আরাধনা করার রীতি রয়েছে। এমনকি বিশেষ বিশেষ দেব-দেবীর আরাধনায় বিশেষ বিশেষ ফুল ব্যবহৃত হয়।
তাছাড়া অনেক দেশেই ফুলকে রাষ্ট্রীয় প্রতীক হিসেবে ধরা হয় যেমন- বাংলাদেশের জাতীয় প্রতীক এ শাপলা ফুলের উপস্থিতি বিদ্যমান। ফুল আমাদের পরিবেশেও অনেক বড় অবদান রাখে। পৃথিবীতে খাদ্য হিসেবে ফুলের মধুর কোন তুলনা নেই।
এমনকি ফুলের মধু এমন একটি খাদ্য যা অনেক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব। আবার ফুলকে কখনো ভালবাসা প্রকাশের মাধ্যমে হিসেবে ধরা হয়। ফুলের রং রূপ প্রকৃতি সৌন্দর্যকে বৃদ্ধি করে
এবং মানুষের মনকে প্রফুল্ল করে তুলে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, প্রত্যেক ঋতুতে এদেশে নানা রঙের নানা বর্ণের ফুল ফোটে। বাংলাদেশে পাওয়া যায় এমন কিছু ফুলর নাম নিচে দেওয়া হল- গোলাপ, শাপল, বেল, টগ,
হাসনাহেন, গন্ধরাজ, মাধবীলতা, রজনীগন্ধা, বকুল, শিউলি, কদম, কেয়া, শাপলা, গাধা, বেলি ইত্যাদি। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা শখের বসে ফুলের বাগান করে বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করে,
আবার কিছু কৃষক রয়েছে যারা ফুল চাষ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। মূলত ফুল দেশের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি গড়তেও সাহায্য করে।