ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ সার্কুলার, যোগ্যতা [ক্লিক করে দেখে নিন]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি পরীক্ষার তারিখ, আবেদনের যোগ্যতা সহ, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের পোস্টটি করা হয়েছে। যে সকল শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের পোষ্ট
থেকে ভর্তি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সহজেই পেয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার শাহবাগে অবস্থিত। এটি বাংলাদেশের স্বায়ত্তশাসিত সরকারি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে 1921 সালের 1 জুলাই। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে 13 টি অনুষদ, 83 টি বিভাগ, 13 টি ইনস্টিটিউশন, 56 টি গবেষণা কেন্দ্র রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের
একমাত্র বিশ্ববিদ্যালয় যা কিনা এশিয়া ও ইউকের শীর্ষ 100 বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি 2024 বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ভর্তি আবেদন শুরু হয়েছে 20 এপ্রিল 2024 তারিখ বিকেল 5:00 থেকে। ভর্তি আবেদন শেষের তারিখ 10 মে 2024 থেকে রাত 11 : 59 পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড 16 মেয়ে 2024 থেকে শুরুর
এবং পরীক্ষার এক ঘন্টা পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শুরু হবে 3 জুন এবং পরীক্ষা শেষ হবে 17 জুন। ভর্তি পরীক্ষার আবেদন ফি 1000 টাকা। বিভাগ অনুযায়ী আসন সংখ্যা ক ইউনিট 1,795 টি,
খ ইউনিট 2,378 টি, ঘ ইউনিট 1,250 টি, ঘ ইউনিট 1,560 টি, চ ইউনিট 135 টি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে অবশ্যই 2016 থেকে 2019 সালের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪
শুধুমাত্র 2024 সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উর্ত্তীন্নরা আবেদন করতে পারবেন। বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদনের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা প্রয়োজন,
ইউনিট ভেদে ভর্তি আবেদন যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হলো- ক ইউনিট (বিজ্ঞান বিভাগ) প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 8.00 হলে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন,
তবে কোনো পরীক্ষাতেই 3.5 এর কম জিপিএ হলে আবেদন করতে পারবেন না। খ ইউনিট (মানবিক বিভাগ) এই ইউনিটে আবেদন প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ যোগফল ন্যূনতম 7.50 থাকতে হবে,
তবে কোনো পরীক্ষাতে 3.0 এর কম হলে আবেদন করতে পারবে না.। গ ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ) এ বিভাগে আবেদন শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ
দ্বয়েএর যোগফল যোগফল ন্যূনতম 7.50 হতে হবে। কোন পরীক্ষায় 3.5 এর কম হলে আবেদন করতে পারবেন না। গনিত বিভাগ এ পরীক্ষার্থীবৃন্দ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ন্যূনতম 8.0 থাকতে হবে
এবং পরীক্ষায় আলাদাভাবে 3.0 জিপিএ থাকতে হবে। চ ইউনিট( চারুকলা) এ পরীক্ষায় পরীক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপি এর যোগফল ন্যূনতম 7.0 থাকতে হবে।
উভয় পরীক্ষায় পৃথকভাবে 3.5 থাকতে হবে এর কম হলে আবেদন করতে পারবেন না। ক, খ, গ, ঘ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন 20 এপ্রিল থেকে শুরু হয়েছিল। এসব ইউনিটের ভর্তি আবেদন ও ফি পরিশোধ করা হয়েছে 10 মে 2024 পর্যন্ত।
ক, খ, গ, ঘ, চ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে 16 ই মে 2024 থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা 3 জুন থেকে শুরু হয়েছিল
এবং পরীক্ষা 17 জুন 2024 তারিখে শেষ হবে। ব্যবসায় শিক্ষা অনুষদর ভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা 3 জুন 2024 তারিখে অনুষ্ঠিত হবে। কলা অনুষদভুক্ত খ ইউনিটের
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 4 জুন 2024 তারিখে। বিজ্ঞান ভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা 10 জুন 2024 তারিখে অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 জুন।