সূরা বাকারার শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ সহ ছবি এবং ফজিলত
আপনারা কি সুরা বাকারার শেষ তিন আয়াত সম্পর্কে জানতে চাচ্ছেন? অথবা শেষ তিন আয়াত পড়তে চাচ্ছেন? যদি আপনারা সূরা বাকারার শেষ তিন আয়াত সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই পোস্টটি
প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। কারণ আমরা আজকে আমাদের এই পোস্টে আলোচনা করেছি সূরা বাকারার শেষ তিন আয়াত ও সূরা বাকারার শেষ তিন আয়াতের ফজিলত নিয়ে।
সূরা বাকারা হচ্ছে আল কুরআনের একটি সূরা। পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ২৮৬ টি। আল্লাহ তাআলা আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর উপর পবিত্র কুরআনকে একটু একটু করে নাযিল করেছেন। যেমন, আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বসবাস করতেন তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কতগুলো সূরা নাযিল করা হয়েছে।
সেগুলোকে মাক্কী সূরা বলা হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন আল্লাহ তায়ালা যে সকল সূরাগুলো নাযিল করেছেন সেগুলোকে মাদানী সূরা বলা হয়ে থাকে।
মাদানী ও মাক্কী সূরাগুলোর মধ্যে সূরা আল বাকারাহ হচ্ছে মাদানী সূরা। এই সূরা মদিনাতে নাজিল করা হয়। অনেকে সূরা বাকারার শেষ তিন আয়াত জানে না। তাই আমরা এই পোস্টে সূরা বাকারার শেষ তিন আয়াত প্রকাশ করেছি।
সূরা বাকারার শেষ তিন আয়াত হচ্ছে- (284) লিল্লা-হি মা ফিছ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদিওয়া ইন তুবদূমা-ফীআনফুছিকুম আও তুখফূহু ইউহা-ছিবকুম বিহিল্লা-হু ফাইয়াগফিরু লি মাইঁ ইয়াশাউ ওয়া ইউ‘আযযিবু মাইঁ ইয়াশাউ ওয়াল্লা-হু আলা-কুল্লি শাইয়িন কাদীর।
(285) আ-মানাররাছূলু বিমাউনঝিলা ইলাইহি মির রাব্বিহী ওয়াল মু’মিনূনা কুল্লুন আ-মানা বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুছুলিহী লা-নুফাররিকুবাইনা আহাদিম মির রুছুলিহী ওয়া কা-লূ ছামি‘না ওয়াআতা‘না গুফরা-নাকা রাব্বানা-ওয়া ইলাইকাল মাসীর।
286) লা-ইউকালিলফুল্লা-হু নাফছান ইল্লা-উছ‘আহা-লাহা-মা কাছাবাত ওয়া ‘আলাইহা-মাকতাছাবাত রাব্বানা-লা-তুআ-খিযনা ইন নাছীনা-আও আখতা’না-রাব্বানা ওয়ালা-তাহমিল
‘আলাইনা-ইসরান কামা-হামালতাহূ আলাল্লাযীনা মিন কাবলিনা-রাব্বানা-ওয়ালা তুহাম্মিলনা-মা-লা-তা-কাতা লানা-বিহী ওয়া‘ফু‘আন্না-ওয়াগফিরলানা-ওয়া
আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তিকে সূরা বাকারার শেষ তিন আয়াত পাঠ করতে বলেছেন। কারণ এর ফজিলত অনেক। সূরা বাকারার শেষ তিন আয়াত পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়
এবং এই তিনটা আয়াত নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করেন। একদিন এক ব্যক্তি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে,
হে আল্লাহর নবী আপনি কুরআনের কোন আয়াতকে পছন্দ করেন। যার দ্বারা আপনার ও আপনার উম্মত লাভবান হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বাকারার 285 ও 286 নাম্বার আয়াত।
সহীহ মুসলিমে এই দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে, এই দুটি আয়াত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে। অনেকে আছেন যারা সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করতে চান।
বর্তমান সময়ে মোবাইল ফোনের মাধ্যমে কুরআন শরীফের বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে পবিত্র কুরআনের সকল সূরা তেলাওয়াত করা যায়। তাই আপনারা যদি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করতে চান?
তাহলে আপনারা ব্রাউজারে প্রবেশ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করতে পারবেন। এছাড়াও কুরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে সূরা বাকারা তেলাওয়াত করতে পারবেন।