শবে কদর নামাজের নিয়ম, নিয়ত বাংলা এবং আরবিতে ক্লিক করে দেখুন
রমজান মাস এলেই মুসলমানদের মধ্যে অন্যরকম আনন্দ সৃষ্টি হয়। কারণ রমজান মাসে আল্লাহতালা অধিক রহমত দিয়ে থাকেন। প্রতিটি ভালো কাজের জন্য দ্বিগুণ সব পাওয়া যায়। রমজান মাসে শবে কদরের রাত সব থেকে উত্তম রাত।
এই রাতে মুসলিমরা আল্লাহ তাআলার সানিধ্য লাভের আশায় রাত্রিযাপন করে থাকে। শবে কদরের নামাজ যত খুশি আদায় করা যায়। এ রাত হাজার রাত থেকে উত্তম রাত। আপনাদের মধ্যে অনেকেই শবে কদরের নামাজের নিয়ম রাকাত,
নিয়ত ইত্যাদি সম্পর্কে জানেনা। আজকের পোষ্টে এসকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনারা যদি পোস্টটি মনোযোগ দিয়ে পড়েন আশা করি শবে কদর সম্পর্কে অনেক ধারনা পাবেন।
Table of Contents
শবে কদর নামাজের নিয়ম
শবে কদরের নামাজ আদায়ের জন্য প্রথমে অজু করে নিতে হবে। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়তে হবে। এরপর শবে কদরের দুই রাকাত নফল নামাজের নিয়ত বলতে হবে। অতঃপর আল্লাহু আকবার বলে সানা পাঠ করতে হবে।
এরপর সূরা ফাতিহার পড়ে অন্য যেকোনো একটি সূরা মিলিয়ে পড়তে হবে। আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আজিম বেজোড় সংখ্যক বার বলতে হবে। এরপর সামিয়া লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সিজদায় যেতে হবে।
সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বেজোড় সংখ্যকবার বলতে হবে। আল্লাহ আকবার বলে আবার পুনরায় সেজদা দিতে হবে। এভাবে দ্বিতীয় রাকাতে আদায় করতে হবে। তবে দ্বিতীয় রাকাতে সেজদা দেয়ার পর তাশাহুদ,
শবে কদরের নামাজের নিয়ত আরবি
দুরুদে ইব্রাহীম এবং দোয়া মাসুরা পাঠ করতে হবে। সবশেষে মোনাজাত ধরতে হবে। এভাবে যত সংখ্যক বার কদরের নামাজ আদায় করা যায়। আশা করি আপনারা যারা শবে কদরের নামাজের নিয়ম
দেখুনঃ শবে কদর নামাজের নিয়ম ২০২২
জানতেন না তারা খুব সহজেই নামাজ আদায় করতে পারবেন। যেকোনো নামাজ শুরু করার পূর্বে নিয়ত করতে হয়। নিয়ত ছাড়া কোন নামায হয় না।শবে কদরের নামাজের নিয়ত আরবি অথবা বাংলা যেকোনো ভাষায় করা যায়।
যে ভাষায় করা হোক না কেন আল্লাহতালা তা বুঝতে পারেন। অনেকে শবে কদরের নামাজের নিয়ত পারেনা। আজকের পোষ্টে শবে কদরের নামাজের নিয়ত নিয়ে আলোচনা করা হয়েছে।
শবে কদরের নামাজের নিয়ত বাংলায়
নাওয়াইতুয়ান উসালি্লয়াহি তালা রাক’আতাই সালাতিল লাইলাতুল কদরি নফলে মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার। শবে কদর নামাজের নিয়ত বাংলা – আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে
শবে কদরের দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়ালাম আল্লাহু আকবার। শবে কদরের নামাজ এর নির্দিষ্ট কোন পদ্ধতি নেই। কদরের নামাজ দুই রাকাত থেকে শুরু করে যত খুশি রাকাত আদায় করা যায়।
তবে নামাজ অবশ্যই নির্ভুল হতে হবে। যত বেশি নির্ভুল ভাবে নামাজ আদায় করা যায় তত বেশি সওয়াব লাভ করা যায়। লোকমুখে প্রচলিত রয়েছে শবে কদরের নামাজের নির্দিষ্ট সংখ্যক বার সূরা কদর
শবে কদর নামাজের নিয়ম ও দোয়া
এবং সূরা ইখলাস পাঠ করতে হয়। এটি ভ্রান্ত ধারণা। আপনারা সূরা ফাতিহার পর যে কোন সূরা মিলিয়ে পড়তে পারেন। এর জন্য কোন নির্দিষ্ট নিয়ম নেই। শবে কদরের নামাজের পর যত
বেশি দোয়া পড়া যায় তত বেশি ভালো। নফল ইবাদত করলে অধিক সওয়াব লাভ করা যায়। আশা করি আপনারা পোস্টটি পড়ে শবে কদরের সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন।