ছেলেদের আধুনিক নাম ২০২৪ [মুসলিম ও হিন্দু]
নাম হল একজন মানুষকে নির্দেশিত করার একটি সহজ উপায়। এখন ছেলেদের আধুনিক নামের মাধ্যমেও এই বিশেষ নির্দেশিত করা যায়। আজকের আমাদের পোস্টটি করা হয়েছে ছেলেদের আধুনিক নাম নিয়ে।
বর্তমানে চলমান সকল ধরনের আধুনিক নাম গুলো এখানের বর্ণনা করার চেষ্টা করা হবে। ছেলে সন্তানদের জন্ম নেওয়ার পর তার একটি সুন্দর আধুনিক নাম রাখা প্রত্যেক মা-বাবার দায়িত্ব ও কর্তব্য।
ছেলে শিশু জন্মগ্রহণের পরে আমরা তার জন্য একটি সুন্দর নাম খুজে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে,পছন্দ মত একটি নাম খুঁজে পাওয়া যাচ্ছে না আবার খুঁজে পাওয়া গেল কয়েকটি নামের মাঝ থেকে কোনটি
দেখে কোনটি গ্রহণ করা হবে সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে হয়। কারণ যেন-তেন একটি নাম রাখলেই তো আর হবে না। নামটি অবশ্যই সুন্দর, শ্রুতিমধুর এবং আকর্ষণীয় হওয়া চাই কারণ এই নামটি হবে তা সারা জীবনের পরিচয়।
আমরা এখানে অর্থসহ বেশ কিছু সুন্দর সুন্দর ভালো ও আকর্ষণীয় ছেলেদের নাম তুলে ধরেছি। এখান থেকে আপনিও আপনার পছন্দ মত ছেলেদের একটি আধুনিক নাম খুজে নিতে পারেন। নিচে ছেলেদের আধুনিক নাম গুলো অর্থ সহকারে তুলে ধরা হলো-
শাফেরী= কৃতজ্ঞতা প্রকাশ।
নাজীব হুসাইন= সৎ চরিত্র সুদর্শন অধিকারী।
নিবরাস= প্রদীপ বা শিখা।
শাহাদাত =সাক্ষ্য দেওয়া।
একটি সন্তান তার পিতা-মাতার কাছে খুব প্রিয় ও আদরের হয়ে থাকে। যখন পরিবারের একটি সন্তান জন্ম হয় তখন পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। সন্তান জন্মের ৭ দিনের মাথায় তার নাম রাখা হয়। প্রত্যেক পিতা মাতার উচিত তার সন্তানের জন্য ইসলামিক নাম রাখা,
কারণ ইসলামিক নাম রাখলে সন্তানের উপর রহমত বর্ষিত হয়। তাই প্রত্যেক পিতা-মাতার উচিত ছেলেদের ইসলামিক নাম অর্থ সহকারে রাখা। ছেলেদের ইসলামিক নাম ও অর্থসহকারে নিচে আলোচনা করা হলো-
অলি আবসার =বন্ধু উন্নত দৃষ্টি।
অসিউল হক= হকের ব্যাপারে যাকে অছসিয়ত করা হয়।
আকবর =অর্থ মহান।
আকরাম =অর্থ অতি উজ্জ্বল।
আগেকার সময় হিন্দু বাঙালি পরিবারের কোনো শিশু জন্মগ্রহণ করলে তার নাম ঠিক করত তার ঠাকুমা দাদু। মা-বাবার নাম পছন্দ করার রীতি ছিল না কিন্তু বর্তমান সময় এমন কোন নিয়ম কারণ নেই বললেই চলে।
বর্তমান সময়ে প্রত্যেক পিতা-মাতা চাইলে তাদের সন্তানের জন্য একেবারে অন্যরকম আধুনিক একটি নাম রাখতে পারেন। নামটি আধুনিক শ্রুতিমধুর তো হতেই হবে পাশাপাশি নামের একটি সুন্দর পজেটিভ অর্থ থাকা ভীষণ দরকার।
আধুনিকতা অর্থ সঠিক বানান সমস্ত খুঁটিনাটি বিষয় মাথায় দেখে আপনার প্রিয় পুত্র সন্তানের জন্য একটি নাম বেছে নেওয়া খুব সহজ ব্যাপার নয়। তাই আপনাদের কথা মাথায় রেখে নিচে কিছু আধুনিক নাম নিয়ে আলোচনা করা হলো-
অংশু= কিরণ বা রশ্নি।
আভাস =ইঙ্গিত।
আদিত্য =পূর্ণতা এবং উজ্জ্বল।
ইদ্রিস =অর্থ যাকে দেখা যায় না।