সুন্দর নামের তালিকা [সুন্দর নাম মেয়েদের ও ছেলেদের]
নাম হলো পরিচয় ও নিদর্শন। নামের আরবি হল ইসম। ইসম অর্থ চিহ্ন, আলামত, পরিচিতি, বন্ধন, সম্মান, সুনাম ইত্যাদি। মানুষ দুনিয়ায় আসার পর প্রথম যা লাভ করে তা হল তার নাম-পরিচয়। মৃত্যুর পরেও মানুষের নাম বেঁচে থাকে।
তাই শিশু সুন্দর নাম তার জন্মগত অধিকার। আজকের পোস্টে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হল, সুন্দর নাম, ফেসবুকের জন্য সুন্দর নাম, ডিজিটাল সুন্দর নাম।
শিশুর জন্মের পর পিতা-মাতার উপর অর্পিত দায়িত্ব গুলোর মধ্যে সন্তানের নামকরণ অন্যতম একটি দায়িত্ব। মানুষের কৃতিত্ব ও গুণাবলী শৈশবকালে রাখা সেই নামে ছড়িয়ে পড়ে। ব্যক্তির চরিত্র, কৃতিত্ব নামে প্রকাশিত হয়।
মানুষের জীবনে সুন্দর নামেরও একটি প্রভাব রয়েছে। কাজেই সন্তানের জন্য একটি সুন্দর অর্থবোধক নাম রাখা প্রত্যেক মা-বাবার অন্যতম একটি দায়িত্ব। ফেসবুক পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
বর্তমান পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার কাছে এই ফেসবুক আইডি নেই। ফেসবুক এখন শুধুমাত্র চ্যাটিং প্লাটফর্ম নয় এটি বিজনেস প্লাটফর্ম হিসেবে ও নিজেকে প্রতিষ্ঠা করে নিয়েছে।
ফেসবুকের আইডি খোলার সময় আমরা সব সময় একটি সুন্দর নাম খুঁজে থাকি। কারণ ফেসবুকের নামটি যত আকর্ষণীয় এবং সুন্দর হবে তা তত মানুষের নজরে পড়বে। ফেসবুকে নামটি যত সুন্দর এবং আধুনিক হবে তা
তত লোকের দৃষ্টি আকর্ষণ করবে এবং আপনার আইডি সম্পর্কে মানুষের আগ্রহ তত বৃদ্ধি পাবে। ফেসবুকের জন্য সঠিক নাম নির্ধারণ করা সবচাইতে কঠিন একটি কাজ তাই আপনাদের জন্য কিছু ফেসবুকের নাম সমূহ নিচে তুলে ধরা হলো-
অহনা, মৌমিতা, তামান্না, মেঘ বালিকা, শূন্য চিরকুট, অচিন পাখি, অবন্তিকা, রুহি রায়, মাইশা, জান্নাতুল দিলশাদ, অপূর্ব, রাজন, কিংশুক, শাওন, অবনী। যুগের সাথে তাল মিলিয়ে সন্তানের জন্য ডিজিটাল সুন্দর নাম রাখতে সব গার্ডিয়ানী চায়।
ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রে শুধুমাত্র নাম মাত্র কয়েকটি জিনিস মাথায় রেখেই একটি সুন্দর নাম সিলেক্ট করা যায়। বর্তমানে অনেক বাবা মা তাদের ছেলে এবং মেয়ে উভয় সন্তানের জন্য বেশ ভালো ভালো যুগ উপযোগী ডিজিটাল নাম রাখতে চায়।
কিন্তু শঙ্কা ও দৃঢ়তার কারণে অধিকাংশ গার্ড এ নিয়ে তার সন্তানের জন্য একটি ডিজিটাল সুন্দর নাম চয়েজ করতে ব্যর্থ হয়। এমন অবস্থায় তাদের প্রধান কয়েকটি করণীয় রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা সন্তানের জন্য
একটি ভালো সুন্দর নাম সিলেক্ট করতে সক্ষম হবে। প্রথমত তাকে নাম সিলেটের জন্য কোন কোন জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখার দরকার, সেগুলো আয়ত্ত করতে হবে। দ্বিতীয়তঃ তাকে অবশ্যই এমন একটি নাম চয়েজ করতে হবে,
যে নামটি একটি ইতিবাচক অর্থ বহন করে। যদি কোন বাবা মা এ দুটি গুণ আয়ত্ত করতে পারে তাহলে খুব সহজেই বাচ্চাদের সুন্দর একটি নাম সিলেক্ট করতে সক্ষম হবে।
পবিত্র কুরআন হাদীসে অর্থবোধক ভালো নাম রাখার ব্যাপারে তাগিদ দেয়া হয়েছে।
নিচে কিছু সুন্দর নাম দেওয়া হল-
ইহসান- দয়া, অনুগ্রহ
আজম = অর্থ সবচেয়ে সম্মানিত
ওয়াহাব = অর্থ মহাদানশীল
ওয়াহেদ = অর্থ এক
ইমতিয়াজ = অর্থ পরিচিতি
সাকীফ = অর্থ সুসভ্য
যাকী = অর্থ মেধাবী
রাফাত= অর্থ অনুগ্রহ
জব্বার= অর্থ মহাশক্তিশালী
নাসের = অর্থ সাহায্যকারী
তাউস = অর্থ ময়ূর
ফুয়াদ = অর্থ অন্তর
হামিদ = অর্থ মহা প্রশংসাভাজন
তাহের = অর্থ পবিত্র
সাদিক =অর্থ সত্যবান
সুন্দর নাম ফেসবুকের জন্য