পশু কোরবানির দোয়া ও নিয়ম ২০২৪ (গরু এবং ছাগল) জবাই করার সঠিক নিয়ম দেখুন
কোরবানি পশু জবাই করার জন্য রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কুরবানীর পশু তিনি নিজ হাতেই জবাই করেছেন। যার যার কোরবানির পশু তাদের নিজ হাতে জবাই করার কথা এসেছে হাদিসে।
কোরবানির পশু জবাই রয়েছে নিয়ম পদ্ধতি ও দোয়া অধিকাংশ মানুষ কোরবানির নিয়ম ও পদ্ধতি ও দোয়া না জানার কারণে নিজের কোরবানি নিজেরা করে না ।অথচ কোরবানির নিয়ম পদ্ধতি দোয়া সহজ।
আজকের পোস্টেটি আমরা পশু কোরবানির নিয়ম ও দোয়া সম্পর্কিত তথ্য দিয়ে সাজিয়েছি। তাই আপনি যদি পশু কোরবানির সঠিক নিয়ম সম্পর্কে জানতে চান আমাদের এই পোস্টটি থেকে সে সকল তথ্য আপনি পেয়ে যাবেন।
Table of Contents
পশু কোরবানির দোয়া ও নিয়ম ২০২৪
অধিকাংশ ব্যাক্তি নিজের কোরবানি নিজে না করার পেছনে অন্যতম কারণ হলো অনেকেই মনে করেন যে তিনি কুরবানীর পদ্ধতি বা নিয়ম জানেন না ।আসলে কুরবানীর নিয়ম ও পদ্ধতি একেবারেই সহজ
কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে কয়েকটি বিশেষ লক্ষ্য রাখা জরুরি। তবে পশুর যবে জবাই বিশুদ্ধ হওয়ার জন্য এ দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখলেই কোরবানি পশু জবা হয়ে যাবে, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে।
তা হলো- প্রথমে পশু জবাই করার পূর্বে বিসমিল্লাহ বলে জবাই করা অর্থাৎ বিসমিল্লাহ বলে জবাই করার জন্য ছুরি চালানো শুরু করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবাই করা না হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে।
কোরবানির পশু জবেহ করার নিয়ম
দ্বিতীয় জবাই করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পশুর খাদ্যনালী ,শ্বাসনালী আর 2 পাশে থাকা দুটি নালী কেটে দেওয়া এ নালীগুলো কাটা হয়ে গেলে পশু জবাই বিশুদ্ধ হয়ে যায়।
পশু কোরবানির দোয়া ও নিয়ম ২০২৪
উল্লেখিত দুটি বিষয় খেয়াল রেখে যে কেউ তার নিজ নিজ পশু কোরবানি করতে পারেন অর্থাৎ কোরবানির সময় আল্লাহর নামে তথা বিসমিল্লাহ বলে পশুর খাদ্যনালী শ্বাসনালী ও দুপাশের দুটি নালী জবাই করা।
তবে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে পশু জবাই করার সময় আরো যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো পশু জবাই করার ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে যাতে জবাই করার সময় পশুর কষ্ট না হয়। একাধিক পশু কুরবানী করে থাকে
গরু জবাই করার নিয়ম ও দোয়া
সে ক্ষেত্রে শেষ দিকে ছুরির ভার কমে যায় সে ক্ষেত্রে ছুরি ধার দিয়ে নেওয়া উচিত। হাদিসে এসেছে ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পশুর জবাই করার আগে ছুরি চাকুতে ভালোভাবে ধার দিয়ে নেয়া।’ (মুসলিম) অন্য পশুর সামনে জবাই না করা,
পশুর সামনে ছুরি চাকুতে ধার না দেওয়া এতে পশু ভয় পেয়ে যায় এতে পশুকে কষ্ট দেয়ার শামি। কুরবানী করার সময় পশুকে পশুর বাম কাতে সোয়ানো সে সময় পশুর পা গুলো পশ্চিম দিকে থাকবে।
ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামি। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আক, আল্লাহুম্মা মিনকা ও লাকা।
পশু জবেহ করার দোয়া
সত্যি কথা বলতে আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কোরবানির করার সঠিক নিয়ম বা পদ্ধতি সম্পর্কে অবগত ন। যেহেতু আমরা এক বছর পর পর কোরবানি করে থাকি
তাই সাধারণত অনেকে কোরবানি করা সঠিক পদ্ধতি ভুলে যেতে পারে। তাই আমি বলব যে আমাদের এই পোস্টটি থেকে আপনি সহজেই কোরবানি করা সঠিক পদ্ধতি ও নিয়ম নিতে পারবেন।