News

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত ২২ শে নভেম্বর ২০২১ তারিখের। প্রতিষ্ঠানটি সাতটি পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম এর মাধ্যমে আবেদন করতে পারবেন তাই সময় নষ্ট না করে আপনি আজই চাকরির জন্য আবেদন করুন। বিস্তারিত তথ্য নিচের প্রদান করা হলো।

  • পদের নাম: বিশ্ববিদ্যালয় প্রকৌশলী (প্রধান প্রকৌশলী)
    পদসংখ্যা:
    বয়স: ৫০ বছর
    চাকরির ধরন: স্থায়ী
    বেতন স্কেল: ৫৬,০০০৭৪,৪০০
  • পদের নাম: উপপ্রধান প্রকৌশলী
    পদসংখ্যা:
    বয়স: ৪৫ বছর
    চাকরির ধরন: স্থায়ী
    বেতন স্কেল: ৪৩,০০০৬৯,৮৫০
  • পদের নাম: উপপরিচালক (বাজেট)
    পদসংখ্যা:
    বয়স: ৪৫ বছর
    চাকরির ধরন: স্থায়ী
    বেতন স্কেল: ৪৩,০০০৬৯,৮৫০
  • পদের নাম: সহকারী পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত)
    পদসংখ্যা: ১টি
    বয়স: ৩৫ বছর
    চাকরির ধরন: স্থায়ী
    বেতন স্কেল: ২৯,০০০৬৩,৪১০
  • পদের নাম: মেডিকেল অফিসার
    পদসংখ্যা:
    বয়স: ৩০ বছর
    চাকরির ধরন: স্থায়ী
    বেতন স্কেল: ২২,০০০৫৩,০৬০
  • পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
    পদসংখ্যা:
    বয়স: ৩০ বছর
    চাকরির ধরন: অস্থায়ী
    বেতন স্কেল: ২২,০০০৫৩,০৬০
  • পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট, সিএসই বিভাগ
    পদসংখ্যা:
    বয়স: ৩০ বছর
    চাকরির ধরন: স্থায়ী
    বেতন স্কেল: ,৮০০২১,৩১০

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের যথাযথ যোগ্যতা রয়েছে তারা নির্ধারিত ফরম এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদন ফরমের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন রেজিস্টার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বরাবর পৌঁছাতে হবে। আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে প্রকাশ করা হবে এবং আপনাকে তা সেখান থেকে সংগ্রহ করতে হবে।

আবেদন ফি

নিয়োগ বিজ্ঞপ্তি তে আবেদনের সঙ্গে রেজিস্টার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোন শাখায় বিশ্ববিদ্যালয় নিদৃষ্ট পথের জন্য সমমূল্যের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাপ অফেরৎযোগ্য অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রকৌশলী (প্রধান প্রকৌশলী), উপপ্রধান প্রকৌশলী ও উপপরিচালক (বাজেট) পদের জন্য ১১০০ টাকা; সহকারী পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পদের জন্য ১০০০ টাকা; মেডিকেল অফিসার ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের জন্য ৯০০ টাকা এবং ল্যাব অ্যাটেনডেন্ট, সিএসই বিভাগ পদের জন্য ৫০০ টাকা

Check Live Result

Check Live Result is a popular website related to education in Bangladesh. From this website, you can find all the updated information about education. Our website publishes exam result, routine, admission notification and result. We also provide all updated information regarding school, college and university admission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button