ইবির ভর্তি আবেদন শুরু, ফি সর্বনিম্ন ৪শ টাকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির আবেদন শুরু হয়েছে। সারাদেশের যেসকল ছাত্রছাত্রীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তারা আগামী ১২ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যেই সমন্বিত ভর্তি পরীক্ষা গুচ্ছ ভুক্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায় যে গুচ্ছ ভুক্ত ভর্তি পরীক্ষার ইউনিটে অংশগ্রহণ করে ফল পাওয়া শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এ‘ বি‘ ও সি‘ ইউনিটে অনুষদের বিভাগ সমূহের জন্য আবেদনের যোগ্য বলে জানানো হচ্ছে।
অন্যদিকে বি ও সি ইউনিটের অংশগ্রহণকারীরা কেবল বি এবং সি ইউনিট ভুক্ত অনুষদের বিভাগসমূহে আবেদন করতে পারবেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এটিএম এমদাদুল আলম।
সমন্বিত ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারীরা উত্তীর্ণ হয়েছিলেন শুধুমাত্র তারা ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে পারবেন। আগের বছরের ন্যায় এ বছরেও এ বি ও সি ইউনিটে আবেদনের ভর্তি ফি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যেখানে ইউনিটের জন্য ৬৫০ টাকা বি ইউনিটের জন্য ৮০০ টাকা এবং সি ইউনিটের জন্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করে শিক্ষার্থীরা ২৮ শে নভেম্বর রাত ১২ টা থেকে ১২ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে আবেদনকারীরা গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ তে ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হবে। যদি একাধিক শিক্ষার্থীর মেধা কম সমান হয় তবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ পাওয়া শিক্ষার্থীদের মেধা তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এবছর সাতটি অনুষদের অধীনে প্রায় ৩০ টি বিভাগের মোট ২৩০৫ জন শিক্ষার্থী ভর্তি করবে ইসলামী বিশ্ববিদ্যালয়। অন্যদিকে একটি বিভাগ প্রস্তাবিত রয়েছে যা অনুমোদন পেলে আরো ৩০ টি আসন যুক্ত হবে যার ফলে মোট আসন সংখ্যা হয়ে দাঁড়াবে ২৩৪৫ টি।
আমরা আশা করছি যে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের আবেদন সম্পন্ন করবেন। ইসলামী বিশ্ববিদ্যালয় অতি শীঘ্রই তাদের বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। আপনারা চাইলে পরীক্ষার ফলাফল আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।