মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪ [কোরআন থেকে মেয়েদের নাম]
আপনারা কি মেয়েদের ইসলামিক নাম জানতে চাচ্ছেন? যদি আপনার মেয়েদের ইসলামিক নাম জানতে চান তাহলে আমাদের এই পোস্টটি আপনাদের জন্য। কারণ আমরা আজকে আমাদের এই পোস্টে আলোচনা করেছি মেয়েদের ইসলামিক নাম অর্থসহ।
এছাড়াও আমরা কুরআন থেকে মেয়েদের নাম নিয়ে আলোচনা করেছি। আমাদের এই পোস্টটি পড়লে মেয়েদের সুন্দর সুন্দর নাম দেখতে পারবেন। প্রত্যেক পিতা মাতারই তাদের সন্তান নিয়ে অনেক স্বপ্ন থাকে।
এই সকল স্বপ্নগুলোর মধ্যে পিতা-মাতার নামকরণ হচ্ছে একটি। আল্লাহ তায়ালা সন্তান জন্মগ্রহণের পর প্রত্যেক পিতা-মাতাকেই তার সন্তানের আকিকা দিতে বলেছেন এবং সুন্দর একটি নাম রাখতে বলেছেন।
তাই পিতা-মাতার দায়িত্ব হচ্ছে সন্তানের একটি সুন্দর ইসলামিক অর্থসহ নাম দেওয়া। অনেক পিতা-মাতায় আছেন যারা তাদের সন্তান জন্মগ্রহণ এর আগে থেকেই সন্তানের নাম ঠিক করে রাখেন। আবার অনেকে সন্তান জন্মগ্রহণের পর নাম বাছাই করেন।
মেয়েদের ইসলামিক নাম রাখার জন্য অনেকেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে মেয়েদের ইসলামিক নাম এর অনুসন্ধান করে। তাই আপনারা যেন আপনাদের মেয়ে বাবুদের সুন্দর সুন্দর ইসলামিক অর্থসহ
নাম রাখতে পারেন এর জন্য আমরা এই পোস্টে মেয়েদের ইসলামিক নাম নিয়ে আলোচনা করেছি। মেয়েদের ইসলামিক নামের মধ্যে রয়েছে- খায়রাতুন। যার অর্থ হচ্ছে সৎকর্মশীলীন নারী।
খালেদা মাসুআজা যার অর্থ হচ্ছে অমর সৌভাগ্যবতী, কারিমা নামের অর্থ হচ্ছে দানশীলা, জারিন তাসনিন অর্থ হচ্ছে সুবর্ণ ঝর্ণা, দাইশা শব্দের অর্থ হচ্ছে মেহমান, নওশীন আতিয়া নামের অর্থ হচ্ছে সুন্দর উপহার।
নাফিসা লুবনা নামের অর্থ হচ্ছে মূল্যবান বৃক্ষ, নুসরাত নামের অর্থ হচ্ছে সাহায্য, পরমা নামের অর্থ হচ্ছে উৎকৃষ্ট অথবা উত্তম। মেয়েদের এই সকল নামগুলো খুবই সুন্দর। আপনারা চাইলে উক্ত নামগুলো থেকে
যে কোন নাম বাছাই করে আপনাদের মেয়ে বাবুদের নাম রাখতে পারেন। অনেকেই আছেন যারা তাদের নিজেদের নামের সাথে সন্তানের নামের প্রথম অক্ষর মিলিয়ে বিভিন্ন ইসলামিক নাম রাখতে চায়।
যার জন্য তারা তাদের প্রথম নামের অক্ষর এর নাম লিখে অনলাইনে সার্চ দিয়ে থাকে। তাই আমরা আমাদের এই পোস্টে আ দিয়ে মেয়েদের অর্থসহ কতগুলো ইসলামিক নাম প্রকাশ করেছি। আপনারা যদি আ দিয়ে মেয়েদের নাম রাখতে চান?
তাহলে আপনারা আতিয়া ইবনাত নামটি রাখতে পারেন। এই নামের অর্থ দানশীল কন্যা। এই নাম ছাড়াও আ দিয়ে আর কতগুলো নাম রয়েছে। যেমন- আসমা উলফাত এই নামের অর্থ হচ্ছে অতুলনীয় উপহার,
অনিন্দিতা অর্থ হচ্ছে সুন্দরী, আনিতা আনিকা অর্থ রূপসী, আমিনা অর্থ বিশ্বাসী, আফরা ওয়াসীমা অর্থ হচ্ছে সাদা রূপসী, আপনারা চাইলে আ দিয়ে এসকল নামগুলো রাখতে পারেন।
এ সকল নাম ছাড়া আমরা আমাদের ওয়েবসাইটে মেয়েদের আরও সুন্দর সুন্দর কতগুলো নাম প্রকাশ করেছি। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো দেখতে পারেন।
অনেকে আছেন যারা কুরআন থেকে মেয়েদের ইসলামিক নাম রাখতে চান। তাই আমরা এই পোস্টে কুরআন থেকে মেয়েদের ইসলামিক নাম নিয়ে আলোচনা করেছি। কোরআন থেকে মেয়েদের কতগুলো ইসলামিক নাম হচ্ছে- ফাতেমা।
যার অর্থ নিষ্পাপ। ফাতেহা অর্থ হচ্ছে আরম্ভ , তাসনিয়া অর্থ প্রশংসিত, তাকমিনা অর্থ অনুমান, রামিসা অর্থ নিরাপদ, রায়হানা অর্থ হচ্ছে সুগন্ধি ফুল, ইসমাত অর্থ হচ্ছে সাহায্য, আকলিমা অর্থ দেশ,
সাইমা নামের অর্থ হচ্ছে রোজাদার। এই সকল নামগুলো কুরআন থেকে এসেছে। আপনারা চাইলে এ সকল নামগুলো আপনাদের মেয়েদের জন্য বাছাই করতে পারেন।