এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান শিক্ষামন্ত্রীর

সকল জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে এইচএসসি পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২ ডিসেম্বর ২০২১ তারিখে। করণা ভাইরাসের কারণে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। দেশের বর্তমান সার্বিক অবস্থা স্বাভাবিক থাকার কারণে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
গত ২৯ শে নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চললে এইচএসসি পরীক্ষা ভালো ভাবে নেওয়া সম্ভব হবে।
সোমবার ২৯ শে নভেম্বর সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্ক ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধন এরপর তিনি বলেন যে নতুন সংক্রমণ অমিক্রণ কারণে এসএসসি পরীক্ষা বন্ধ হবেনা যথাসময়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন যে ভ্যালেন্টাইন অত্যন্ত বিধ্বংসী যা ছাত্র–ছাত্রীদের আক্রান্ত করলে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে তাই তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন।
এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের স্বাস্থ্যবিধি মেনে চলার বেশ কিছু দিক নির্দেশনা প্রকাশ করা হয়। আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর সদ্যপ্রকাশিত বিস্তারিত আলোচনা নিচে করেছি।
এইচএসসি পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি বিশেষ নির্দেশনা
- প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- পরীক্ষার কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে সকল ধরনের জনসমাগম বন্ধ।
- পরীক্ষার্থীকে অবশ্যই করনা ভাইরাসের টিকা প্রদান করতে হবে যদি কোনো পরীক্ষার্থী করনা ভাইরাসের টিকা প্রদান না করে থাকেন তাহলে তাকে পরীক্ষা দেয়া হতে দেওয়া হবে না।
- সামাজিক দূরত্ব ম্যাপ এর পরীক্ষার কেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থীকে অবস্থান নিতে হবে। সকলের স্বাস্থ্য বিবেচনা করে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে মাক্স পরিধান করে আসতে হবে।
- পরীক্ষাকেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থীর সামাজিক দূরত্ব বজায় রাখবেন।
উপরের দেওয়া সকল নির্দেশনা প্রতিটি পরীক্ষার্থী এবং অভিভাবকরা মেনে চলার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
কেননা আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে তাই আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার অংশগ্রহণ করবেন।
শিক্ষা সংক্রান্ত সকল খবর খবর সবার আগে জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের সাথে থাকুন পাশাপাশি আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর প্রকাশ করে থাকি তা অনুসরণ করুন।