স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের এক বছর যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পাবেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজ ইন সিএম কার্যক্রমের আওতায় ২০২২-২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা স্কলারশিপ এর মাধ্যমে ভর্তি হতে পারবেন। আগ্রহী ছাত্রছাত্রীরা আগামী ৯ ডিসেম্বর বিকেল চারটা থেকে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
উল্লেখ্য যে এ স্কলার্শিপ এর আওতায় যুক্তরাষ্ট্রে এক শিক্ষাবর্ষে থাকার জন্য কোন একটি কলেজে ভর্তি হতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। তবে এক বছর মেয়াদে পড়াশোনা শেষ করে নতুন জ্ঞান কারিগরি দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্ক সম্পর্কে ধারণা নিয়ে শিক্ষার্থীরা আবার দেশে ফিরে আসতে হবে।
বাংলাদেশের আমেরিকান এম্বেসি সূত্রে জানা যায় যে গত ৯ বছরে বাংলাদেশের শিশু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের স্থানীয় পর্যায়ের বিভিন্ন কলেজের অধ্যায়নের সুযোগ পেয়েছিলেন। কমিউনিটি কলেজ লিনকেদিন কর্মসূচির আওতায় ২০২২ শিক্ষাবর্ষের যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজ গুলোতে কৃষি ব্যবসায় ব্যবস্থাপনা ও বিভিন্ন বিষয়ে ছাত্র–ছাত্রীদের ভর্তি করানো হবে। তবে এক্ষেত্রে ছাত্র–ছাত্রীদের মেধার ভিত্তিতে স্কলার্শিপ প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্নাতকে অধ্যাসিত শিক্ষার্থীর এক বছর যুক্তরাষ্ট্রে পড়ার স্কলার্শিপ প্রদান করা হচ্ছে তার বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো।
আবেদনের যোগ্যতা:
- স্কলারশিপ পেতে আগ্রহী ছাত্র–ছাত্রীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ২০২২ সালের জুলাই মাসের পর্যন্ত ন্যূনতম বয়স 18 হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই স্নাতক অধ্যায়নরত শিক্ষার্থী হতে হবে তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে স্নাতক শেষ বর্ষের ছাত্র ছাত্রীদের আবেদনের জন্য যোগ্য হিসেবে ধরা হবে না।
- ইংরেজি বিষয়ে দক্ষতা থাকতে হবে।
- স্কলারশিপ এর মেয়াদ শেষ হওয়া মাত্রই দেশে ফিরে আসতে হবে।
- আবেদনকারী কোন অভিযোগে যদি গ্রেফতার হয় বা কখনো দোষী সাব্যস্ত হয় তাহলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া:
তথ্যপ্রযুক্তির যুগে বর্তমানে সকল আবেদনপত্র অনলাইনের মাধ্যমে করা হয়। আবেদনপত্র অনলাইন থেকে সংগ্রহ করতে হবে এবং আগামী ৯ ডিসেম্বর আমেরিকান সেন্টারের ঠিকানায় পাঠাতে হবে।
সুযোগ-সুবিধাসমূহ:
- নির্বাচিত শিক্ষার্থীরা জে–১ ভিসা পাবেন।
- ছাত্র–ছাত্রীরা যুক্তরাষ্ট্রের থাকাকালীন অবস্থায় সীমিত দুর্ঘটনা বা অসুস্থতাজনিত কারণে ভাতা পাবেন।
- যুক্তরাষ্ট্রে যাওয়া অাসার বিমান খরচ দেওয়া হবে।
- টিউশন ও কলেজ ফি আবাসন ও খাবার খরচ ফ্রী।
- বই শিক্ষক জনসাধারনের জন্য আর্থিক সুবিধা প্রদান করা হবে।