জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে আজ শনিবার ১৩ নভেম্বর। সারাদেশের ৮৭৯ টি কলেজের ৩১০ টি কেন্দ্রে ৪ লাখ ৭৪ হাজার ২৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন যে এ পরীক্ষা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। সকাল ৯ টা থেকে ১ একটা পর্যন্ত এবং দুপুর একটা থেকে চারটা পর্যন্ত দুইটি শিফটে পরীক্ষা গ্রহণ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন ২০২০ নিয়মিত অনিয়মিত অভের উন্নয়ন পরীক্ষা রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত পরীক্ষার সময়সূচি এক বিজ্ঞপ্তিতে গত ১৩ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর পর ২৬ শে অক্টোবর পরীক্ষা আরম্ভ সময় পরিবর্তন করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন খুঁজে চলেছেন তাদের জন্যে আমরা নিচে পরীক্ষার রুটিন প্রকাশ করেছি।
এর আগে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ২১ অক্টোবর ২০২১ তারিখের বিশ্ববিদ্যালয় দাপ্তরিক ওয়েবসাইট এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকার প্রতিটি কেন্দ্রে যুক্ত কলেজের নাম পাওয়া যাবে পরীক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ এখান থেকে তাদের পরীক্ষার কেন্দ্রের নাম আগে থেকে জেনে নিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যায়ের ২০২০ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে ১৩ ই নভেম্বর ২০২১ তারিখ থেকে এবং তা চলবে ১৮ ডিসেম্বর শনিবার পর্যন্ত।
করণা মহামারীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করতে পারেনি। যার কারণে দীর্ঘ বিরতির পর জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের পরীক্ষা গ্রহণ করতে চলেছে।
আপনারা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী তারা নিজ নিজ কলেজে যোগাযোগ করে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করবেন এবং নির্ধারিত দিনে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
যেহেতু স্বাস্থ্যবিধি মেনে এই সকল পরীক্ষা গ্রহণ করা হবে তাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিশেষ নির্দেশনা প্রকাশ করা হয়েছে সেই নির্দেশনা অনুসরণ করে পরীক্ষা অংশগ্রহণ করবেন।
পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। পরীক্ষা সংক্রান্ত সকল খবর পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।