ঈদুল ফিতরের নামাজের নিয়ম, নিয়ত, ফজিলত, খুতবা, দোয়া
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয় ঈদ বছরে ঘুরে আশায় অনেকেই ঈদের নামাজের নিয়ম নিয়ত ও তাকবীর ভুলে যান। ঈদুল ফিতরের নামাজ যথাযথভাবে আদায়
করার জন্য নামাজের নিয়ম নিয়ত ও তাকদিরের সকল বিষয় নিয়ে আজকের এই পোস্টে আলোচনা করব। মুসলমানদের আনন্দ উৎসবের জন্য বছরের দুটি দিন নির্ধারিত রয়েছে একটি হলো ঈদুল ফিতর ও আরেকটি ঈদুল আযহার দিন।
রমজানের সিয়াম সাধনার পরে যে ঈদ তার নাম ঈদুল ফিতর, আর জিলহজ মাসের হজ উপলক্ষে যে ঈদ উৎসব পালন করা হয় তাকে ঈদুল আযহা। ঈদুল ফিতরের নামাজ আদায় করা ওয়াজিব যারা ঈদের নামাজ আদায় করে না তার অবশ্যই গুনা হবে।
Table of Contents
ঈদুল ফিতরের নামাজের নিয়ম
ঈদের নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ঈদিল ফিতরি মাআ সিওাতিত তাকরিবাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারীফাতি ‘আল্লাহু আকবার’।
মহিলাদের ঈদের নামাজ পুরুষদের মত। তবে এখানে কয়েকটি বিষয় জানতে হবে। প্রথম বিষয়: ঈদের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। একাকী আদায় করলে হবে না। এ হিসেবে কোন মহিলা বাড়িতে একাকী ঈদে নামাজ আদায় করতে চাইলে
তার নামাজ আদায় হবে না। দ্বিতীয় বিষয়: ঈদের নামাজে নারীদেরকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করা সম্পর্কে অনুমতি দেননিবরং তা আদায়ের নির্দেশ দিয়েছেন।
মহিলাদের ঈদুল ফিতরের নামাজের নিয়ম
ঈদের নামাজের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে সেগুলো হল- প্রথমে যেই ঈদের নামাজ আদায় করবেন সেই ঈদ অনুযায়ী প্রথমে আপনাকে নিয়ত করতে হবে, এবং আল্লাহু আকবার বলে কাজ পর্যন্ত হাত তুলে হাত বাঁধতে হবে।
মহিলাদের ঈদুল ফিতরের নামাজের নিয়ম
তারপর” সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ও ওয়া তাবারকসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”। ছানা পড়তে হবে তিনবার আল্লাহু আকবার বলে তাকবীর বলতে হবে। তারপর সূরা ফাতিহার সাথে যে কোন সূরা মিলিয়ে পড়তে হবে
তিনবার আল্লাহু আকবার পড়ে তিনটি তাকবীর সম্পন্ন করে চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে হাত না বেঁধে রুকুতে যেতে হবে। এবার সেজদায় তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে ঈদের নামাজ শেষ করতে হবে।
ঈদুল ফিতরের নামাজের আরবি নিয়ত ও নিয়ম
১) ইমামের সঙ্গে তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলে উভয় হাত বাধা। ২) তাকবীরে তাহরিমার পর ছানা পড়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওতাবারকাসমুকা ওতাআলা যাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুকা।
ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও নিয়ত
৩) এরপর অতিরিক্ত তিন তাকবীর দেওয়া। ৪) এক তাকবীর থেকে আরেক তাকবীর এর মধ্যে তিন তাসবি পরিমাণের সময় বিরত থাকা। ৫) প্রথম ও দ্বিতীয় তাকবীরের উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া।
৬) তৃতীয় তাকবীর দিয়ে উভয় হাত তাকবীরে তাহরিমার মত বেঁধে নিতে হবে। ৭) আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া। ৮) সুরা ফাতেহা পড়া। ৯) সুরা মিলানো। এরপর নিয়মিত নামাজের মত রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।
ঈদুল ফিতরের নামাজের ফজিলত, খুতবা, দোয়া
দ্বিতীয় রাকাত ১) বিসমিল্লাহ পড়া ২) সুরা ফাতেহা পড়া ৩) সূরা মিলানো ৪) সূরা মিলানোর পর অতিরিক্ত তিন তাকবীর দেওয়া। ৫) প্রথম ও দ্বিতীয় তাকবীরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেয়া।
৬) তৃতীয় তাকবীর দিয়ে উভয় হাত তাকবীরে তাহরিমার মত বেঁধে নিতে হয়। ৭) এরপর রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাওয়া। ৮) সিজদা আদায় করা
৯) বৈঠকে বসা তাশাহুদ দুরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা। ১০) নামাজের সালাম ফেরানোর পর তাকবির পড়া