কুবিতে ১ম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়ল ৫ দিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৮ নভেম্বর কারিগরি ত্রুটির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদনের বিঘ্ন ঘটে।
যার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির আবেদনের সময়সীমা পাঁচদিন বাড়িয়েছে। মঙ্গলবার ৩০ শে নভেম্বর সকাল দশটায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভা শেষে সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও রেজিস্টার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক ডঃ মোঃ আবু তাহের।
তিনি বলেন সার্ভার সমস্যা থাকার কারণে অনেক শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারেনি। প্রত্যেকে জাতের আবেদনের সুযোগ পায় সে দিকে দৃষ্টিপাত করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি।
এদিকে অনেক ভর্তিচ্ছুক আবেদনকারী অভিযোগ করেছে যে কারিগরি ত্রুটির কারণে তারা দুইবার ভর্তি ফি কেটে নেওয়া হয়েছে। ৩০ শে নভেম্বর সকাল দশটায় কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ঘোষণা করা হয় যে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গত কিছুদিন ধরে সার্ভার ডাউন থাকায় আগ্রহ ভর্তির আবেদন কারীরা অভিযোগের মুখে এর সভা ডাকা হয়। ভর্তি নিয়ন্ত্রক কমিটির জরুরী ভিত্তিতে পুরনো সার্ভার পরিবর্তন করে এক মাসের জন্য ডেডিকেটেড সার্ভার কিনেছে টেকনিক্যাল কমিটি।
ফলে প্রায় একদিন সম্পূর্ণ বন্ধ থাকে আবেদন প্রক্রিয়া। পরবর্তীতে নতুন সার্ভারে ডাটা এন্ট্রি করেন এরপর গতকাল সোমবার রাত ৯ টায় আবার সচল স্নাতক ভর্তির আবেদন ওয়েবসাইট।
এর আগে ২০ নভেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন শুরু হয় এবং সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ৩০ শে নভেম্বর। সার্ভার জটিলতার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো পাঁচ দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া বাড়িয়ে দিয়েছে।
তাই আপনারা যারা ৩০ শে নভেম্বর সার্ভার জটিলতার কারণে আবেদন সম্পূর্ণ করতে পারেননি তারা উপযুক্ত তথ্য প্রদান করে সময়সীমা শেষ হওয়ার পূর্বেই নিজেদের আবেদন সম্পন্ন করুন।
উল্লেখ্য যে এ বছর গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল যার কারণে যে সকল আবেদনকারীরা গুচ্ছ ভর্তি পরীক্ষা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তারা শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পরিলক্ষিত করে নিজেদের আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার চুড়ান্ত নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফল অতি শীঘ্রই প্রকাশ করবে।