Eid

ঈদ মোবারক কবিতা, ছন্দ, ছোট ও আনন্দ কবিতা (এখানে দেখুন)

ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনজনদের ঈদের শুভেচ্ছা বিনিময়ে অনেকে আপনজনদের ঈদের কবিতা পাঠিয়ে থাকেন। সামনে যেহেতু ঈদুল ফিতর তাই অনেকেরই প্রিয়জনদের ঈদ শুভেচ্ছা

জানানোর জন্য ঈদের কবিতা খুঁজছেন আজকের এই পোস্টটি ঈদের শুভেচ্ছা বিনিময় কিছু সুন্দর কবিতা নিয়ে সাজানো হয়েছ। ইসলাম ধর্মের মধ্যে সবথেকে পবিত্র উৎসবগুলির মধ্যে একটি হলো ঈদ।

ঈদ হল ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব সমস্ত বিভেদ গুচিয়ে একে অপরের বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিন। এই খুশির ঈদে প্রিয়জনদের মন খুলে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠানো

বা কবিতা মাধ্যমে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়।প্রতিবছরই দুবার করে ঈদ উৎসব পালন করা হয় প্রথমবার পবিত্র রমজান মাসে একমাস রোজা রাখার পরে ঈদুল ফিতর পালন করা হয়।

আর দ্বিতীয়বার ইসলামী চন্দ্রপুঞ্জীকার জিলহজের ১০ তারিখে ঈদুল আযহা পালন করা হয় ।প্রিয়জনদের সাথে মনের আনন্দ এবং ঈদের প্রাণবন্ত খুশি ভাগাভাগি করার জন্য বিভিন্নভাবে অনেকে নিজের ঈদের আনন্দ প্রকাশ করে থাকে,

তবে নিজের ঈদের আনন্দ সুন্দর ও আকর্ষণীয় করে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের ঈদ মোবারক কবিতা রয়েছে ।এই কবিতাগুলো যেমন আরেকজনকে আকর্ষণ করে তেমন কবিতার কথাগুলো ধারা নিজের মনের

আনন্দও অন্যের কাছে সহজে ব্যক্ত করা যায় একটি সুন্দর কবিতার মাধ্যমে ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে আরও দ্বিগুণ হয়ে ওঠে। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ছোট বড় সকলের মাঝেই ঈদের আনন্দ বিরাজমান।

 মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। এই ঈদে ছোট বড় সকলেই একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকে, মনের আনন্দ ও ভালোবাসা একে অপরকে ব্যক্ত করার জন্য আনন্দঘন কিছু কবিতা দিয়ে ঈদের শুভেচ্ছা জানাই সকলকে,

তবে ঈদ আনন্দ শুধু নিজেদের মাঝেই নয় নিজেদের আত্মীয়-স্বজন এবং আশেপাশের পাড়া-প্রতিবেশীদের সাথেও ভাগাভাগি করে নিতে হবে। দুঃখী মানুষরাও যাতে ঈদের আনন্দ অনুভব করতে পারে সেই কথা মাথায়

রেখে তাদের পাশে দাঁড়াতে হবে। ধনী গরিব ভেদাভেদ ভুলে ঈদের ময়দানে সকলের সাথে ভালোবাসা বিনিময় করতে হব। ঈদের আনন্দের একটি ছোট্ট কবিতা আপনাদের জন্য তুলে ধরা হলো-

রাত থমথমে রাতের শেষে সকাল যখন হবে মনের মাঝে ঈদের খুশি জমাট বেঁধে রবে। ঈদের খুশি ঈদের খুশি বাঁকা চাঁদের হাসি ফিরনি কাবাব পায়ের সেমাই দেব রাশি রাশি।

ঈদের খুশি সকাল বিকাল ঈদের খুশি রাতে নতুন জামা নতুন কাপড় পরবো সবাই প্রাতে। ঈদের খুশি বাড়ি বাড়ি ঈদের খুশি মাঠে ঈদের খুশি শহর গঞ্জে ঈদের খুশি হাটে। ঈদের খুশি ছেলে বুড়োর ঈদের খুশি নানার

ঈদের খুশি গরিব দুঃখীর দুঃখকথা জানার। ঈদের খুশি উদার আকাশ ঈদের খুশি দানের ঈদের খুশি দু’হাত ভরে উচ্ছল যত প্রাণের। আল্লাহর পক্ষ থেকে ঈদ হচ্ছে বান্দার জন্য বিরাট আতিথেয়তা।

এই দিনে যে আনন্দধারা প্রবাহিত হয় অফুরন্ত পূর্ণময়তা ধারা পরিপূর্ণ। একমাস রোজার পর মুসলমানের ঘরে নিয়ে আসে ঈদ আনন্দ এ দিন নতুন জামা কাপড় পরিধান করে ঈদগাহে

নামাজ পড়া ও কোলাকুলি সৌহার্দ সম্প্রীতি ভালবাসার বন্ধনে আবদ্ধ হন। সেমাই খাওয়া প্রভৃতি  ঈদের দিনের ঐতিহ্য ও সংস্কৃতি। ঈদ হলো আল্লাহর নিয়ামত ও জিয়াফত।

এই ঈদে আপনার ও আপনার পরিবারের মঙ্গলের জন্য সীমাহীন আনন্দ এবং সুযোগের ধারা উন্মুক্ত করুক। এই পবিত্র দিনটি আপনার জন্য ভালোবাসা এবং শান্তি নিয়ে আসুক এবং আপনার পরিবার আল্লাহর রহমতে ধন্য হোক ঈদ মোবারক।

Check Live Result

Check Live Result is a popular website related to education in Bangladesh. From this website, you can find all the updated information about education. Our website publishes exam result, routine, admission notification and result. We also provide all updated information regarding school, college and university admission.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button