বেরোবির ভর্তি আবেদন শুরু কাল, শেষ ১৫ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ অনার্স প্রথম বর্ষের ভর্তি আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার ৩০ শে নভেম্বর থেকে শুরু হবে এ আবেদন এবং তা চলবে ১৫ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত।
বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবছর আবেদন ফি নির্ধারণ করেছে ৬০০ টাকা। সারাদেশের মাধ্যমিক পর্যায়ের পাশকৃত ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাশাপাশি কিভাবে আবেদন করবেন তা আলোচনা নিচে করা হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে ভর্তির বিজ্ঞপ্তি দেখতে পারবেন পাশাপাশি অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার আবেদনের পদ্ধতি। ভর্তির আবেদন অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষায় আগ্রহী আবেদনকারীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
যথাযথ তথ্য পূরণ করে আবেদন ফরম অনলাইনে সাবমিট করতে হবে। আবেদনকারীর তথ্য সংগ্রহ সঠিক হলে পরবর্তী ধাপে আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নাম্বার চাওয়া হবে।
আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার সঠিক ভাবে প্রদান করতে হবে অতঃপর আপনার মোবাইল নাম্বার একটি কনফার্মেশন কোড পাঠানো হবে। কনফার্মেশন কোড প্রদানের মাধ্যমে আপনার আবেদনের মূল পেজে যেতে পারবেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি তে বলা হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৬ অনুষদের ২২ টি বিভাগে প্রথম বর্ষ স্নাতক বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ভর্তির আবেদন আহ্বান করা হচ্ছে।
তবে মনে রাখবেন যে কেবলমাত্র গুচ্ছ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সমন্বিত ভর্তি পরীক্ষায় যে সকল পরীক্ষার্থীর উত্তীর্ণ হয়েছিলেন তারাই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত।
এজন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে মেধাতালিকা সাজানো হবে।
এজন্য আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার মাত্র পনের দিনের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবছর সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে তাই মেধা তালিকা গুপ্ত নম্বরের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল পেতে আমাদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন।