২৪ নভেম্বর থেকে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা শুরু

আগামীকাল বুধবার ২৪ শে নভেম্বর থেকে সারাদেশের স্কুলগুলো মাদ্রাসাগুলোতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক–নির্বাচনী প্রি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ছাত্র–ছাত্রীদের জন্য পরীক্ষার রুটিন প্রকাশ করেন। প্রকাশিত রুটিন থেকে দেখা যায় যে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ শুরু হবে ২৪ শে নভেম্বর এবং তা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
দীর্ঘদিন যাবৎ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যথাসময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি যার কারনে ছাত্র–ছাত্রীদের শুধুমাত্র তিনটি আবশ্যিক বিষয় পরীক্ষা গ্রহণ করা হবে বাংলা ইংরেজী তিনটি বিষয়ে মোট ৫০ নম্বরের উপর ভিত্তি করে এবারের বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হবে। বার্ষিক পরীক্ষার নম্বরও অ্যাসাইনমেন্টের নম্বর এর উপর ভিত্তি করে প্রত্যেক ছাত্র–ছাত্রীদের পরবর্তী ক্লাসে উর্ত্তীন্ন করে দেয়া হবে।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের 3 বিষয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘটনা আসলেও দাখিল পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের চার বিষয় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
অতিরিক্ত বিষয় হিসেবে কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা দিতে হবে মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে স্কুলে মাদ্রাসাগুলোকে পরীক্ষার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষার নম্বর বিন্যাস ও সিলেবাস সহ বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
স্কুলের বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে আগামী 24 শে নভেম্বর থেকে 30 শে নভেম্বর পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করতে হবে।
পরীক্ষার্থীদের শুধুমাত্র বাংলা ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা দিতে হবে প্রতিটি বিষয়ের পরীক্ষা 50 নম্বরের গ্রহণ করা হবে এবং পরীক্ষা হবে দেড় ঘণ্টাব্যাপী।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আরো বলেছে যে যেসব অধ্যায় থেকে বাংলা গনিত ও ইংরেজি বিষয়ের এসাইনমেন্ট এর নির্দেশনা দেয়া হয়েছে সেসব অধ্যায় থেকে ছাত্র–ছাত্রীদের পরীক্ষা গ্রহণ করা হবে।
মাদরাসার বার্ষিক পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষা :
মাদ্রাসা শিক্ষার্থীদের কুরআন মাজীদ ও তাজবীদ সহ বাংলা ইংরেজি সাধারণ গণিত বিষয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে ৫০ নম্বরের ভিত্তি করে এক ঘন্টা ত্রিশ মিনিট ব্যাপী অনুষ্ঠিত হবে।