৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

৪১ তম বিসিএস এর লিখিত পরীক্ষা আজ সোমবার ২৯ শে নভেম্বর থেকে শুরু হয়েছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ও ময়মনসিংহ প্রতিটি কেন্দ্রে একযোগে সকাল দশটায় পরীক্ষা শুরু হতে চলেছে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে যে এবছর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ২১,২৫৬ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে। উল্লেখ্য যে গত হাজার ১৯ মার্চ ৪১ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২৯ শে নভেম্বর থেকে চলমান লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৭ ডিসেম্বর তারিখে।
লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায় যে পরীক্ষার হলে বই–পুস্তক সব প্রকার ঘড়ি মোবাইল ফোন ক্যালকুলেটর সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ক্রেডিট কার্ড সহ কোন ডিভাইস ব্রেসলেট ও আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পিএসসি আরো উল্লেখ করেন যে পরীক্ষার কেন্দ্র গুলোতে জনসমাগম পরিহারের জন্য অনুরোধ করেছেন।
গত 19 মে মাস দেশের আটটি বিভাগের কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৪১ তম বিসিএস এ আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। তবে এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন যার অর্থ দাঁড়ায় পরীক্ষায় অংশগ্রহণ করেনি প্রায় ৯৯ হাজার ৬০৬ জন।
গত ১ আগস্ট ৪১ তম বিসিএস এর প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয় যেখানে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২১ হাজার ৫৬ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন।
সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারের প্রায় ২১৩৫ শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে পারে ৪১ তম বিসিএস এর এ বিষয়ে নিশ্চয়তা প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক হিসেবে ৮ জনকে নিয়োগ দেয়া হবে।
প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রের পৌঁছাবেন এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়ন্ত্রণে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।